পিরোজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস পালিত

dav

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ফজলে রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও উপসচিব মো. মোস্তাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিরোজপুরের সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, সরকারি মহিলা কলেজের প্রভাষক মৌমিতা সরকার, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন মাঝি। বক্তারা বলেন ১৯৬৫ সালে ইউনেস্কো ৮ সেপ্টেম্বরকে আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষনা করলেও ১৯৬৬ সালে বিশ্বে প্রথম এবং ১৯৭২ সালে বাংলাদেশ প্রথম দিবসটি পালন শুরু হয়। বর্তমানে দেশে সাক্ষরতার হার ৭২.৯ শতাংশে উন্নিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা নীতিমালা ঘোষনা করেছেণ এবং একটি নিরক্ষর মুক্ত জাতি গঠনে বিভিন্ন প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করায় নিরক্ষর এর সংখ্যা দিন দিন কমে আসছে। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছেন।