স্বরূপকাঠিতে র্যাবের অভিযানে ১৬ জনকে দন্ডাদেশ

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠিতে র্যাব-৮ এর অভিযানে ১৬ জনকে বিভিন্ন অপরাধে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতে আটককৃতদের মধ্য থেকে ২ জনকে ৭ দিনের জেল ও সকলকে মোট ২ লক্ষ ৪৩ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। জানা গেছে, গতকাল শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নেছারাবাদ সহকারি কমিশনার (ভূমি) মো. কাওছার হোসেন এবং বরিশাল র্যাব-৮ এর এএসপি মুকুর চাকমা ও দেবাশীষ কর্মকারের নেতৃত্বে র্যাব-৮ এর একটি দল স্বরূপকাঠি বিদ্যুত অফিস সংলগ্ন ডক ইয়ার্ড ও করাতকলে অভিযান চালায়। লাইসেন্স না থাকা ও পরিবেশ সংরক্ষন আইনে ডকইয়ার্ড স্থাপন করায় মো. কাইয়ুম ও জাহাঙ্গীর হোসেন নামের দুই জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। একই অপরাধে ৯ টি করাতকল মালিককে ১০ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। এরা হলেন মো. জাহিদ, মো. বাবুল, মো. আনিস, আ. হাই, আ. গনি, ফয়জুল হক, মো. আব্বাস, মো. রফিকুল ইসলাম ও আ. রব। এছাড়াও একই এলাকায় লাইসেন্স ব্যাতিত পেট্রোল ও গ্যাস বিক্রির অপরাধে মো. আব্দুর রাজ্জাক নামের একজনকে ১০ হাজার টাকা, ভোক্তা অধিকার সংরক্ষন আইনে মোমিন হাওলাদার নামে এক ওয়ার্কসপ মালিককে ২০ হাজার টাকা, হোটেল রেস্তোরা আইনে মো. আব্দুর রহিমকে ৫ হাজার, তৌহিদকে ১০ হাজার ও মো. আলমকে ৮ হাজার টাকা জরিমানা প্রদান করেন ওই আদালত।