বিশ্বাসঘাতকতা করলে সঙ্গে সঙ্গে বহিষ্কার-ওবায়দুল কাদের

টাঙ্গাইল প্রতিনিধি//
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের সঙ্গে কেউ বিশ্বাসঘাতকতা করলে, দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হলে তাকে সঙ্গে সঙ্গে দল থেকে বহিষ্কার করা হবে। দল যাকেই মনোনয়ন দেবে তাকেই মেনে নিতে হবে। দলের মধ্যে সুস্থ প্রতিযোগিতা করতে হবে। দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করলে ক্ষমা নেই, শাস্তি আছে।
শনিবার বেলা সাড়ে দশটার দিকে টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে এক পথসভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।
বিএনপি গুজব সন্ত্রাস করছে। এজন্য সবাইকে সজাগ থাকতে হবে। আওয়ামী লীগ সরকারের আমলে ইউনিয়নে ডিজিটাল সেবা পৌঁছে গেছে। গ্রামে বসে এখন সব সেবা পাওয়া যাচ্ছে।
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, আপনারা শেখ হাসিনার সঙ্গে থাকেন, শেখ হাসিনাও আপনাদের সঙ্গে থাকবেন। শেখ হাসিনার সালাম নিন, নৌকায় ভোট দিন।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন দলের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, হাসান মাহমুদ, বিপ্লব বড়ুয়া প্রমুখ।
পথসভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।