স্বরূপকাঠিতে স্ত্রী হত্যার দায়ে স্বামির আত্মসমর্পন

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
স্ত্রীকে হত্যার অভিযোগে অভিযুক্ত পিরোজপুরের স্বরূপকাঠির বালিহারি গ্রামের আলাউদ্দিন ওরফে চাঁন মিয়ার ছেলে মো. সিরাজুল ইসলাম নিরব (৩৬) পুলিশের কাছে আত্মসমর্পন করেছে। শুক্রবার বিকেলে নিবর নেছারাবাদ থানায় এসে আত্মসমর্পন করে এবং শনিবার সকালে তাকে ঢাকার শাহ আলী থানায় প্রেরণ করা হয়েছে বলে জানান নেছারাবাদ থানার ওসি কে এম তারিকুল ইসলাম। এ ব্যপারে শাহ আলী থানার এস আই খন্দকার মনিরুজ্জামান জানান, মিরপুর-১ এর ৪ নং রোডের ১৪ নম্বর বাসায় ভাড়া থাকত নিরব ও শাহীনা আক্তার দম্পতি। তাদের সংসারে ২ টি ছেলে ও ১ টি কন্যা সন্তান রয়েছে। গত ৫ সেপ্টেম্বর খবর পেয়ে পুলিশ ওই বাসার বিছানা থেকে শাহীনার লাশ উদ্ধার করে। সেই থেকে নিরব পালাতক ছিল। এ ঘটনায় শাহীনার বড় ভাই বাবু বাদী হয়ে শাহ আলী থানায় নারী শিশু দমন নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন তার বোন শাহীনাকে তার স্বামি নিবর বিভিন্ন সময় যৌতুকের জন্য নির্যাতন করত। সেই নির্যাতনেই তার মৃত্যু হয়েছে। শাহীনা সাভার এলাকার শাহাবুদ্দিন চৌধুরীর মেয়ে।