মো: মাসুম বিল্লাহ,আন্তর্জাতিক ডেস্ক//
নেপালে ত্রিভূবন বিমানবন্দরের উদ্দেশ্যে যাওয়া একটি হেলিকপ্টার বিধ্বস্ত নিহত হয়েছে ৬ জন।
নেপালের সংবাদমাধ্যম দৈনিক কাঠমান্ডু পোস্ট জানায়, হেলিকপ্টারটি শনিবার সকাল ৮টা ৫মিনিটে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। ৮ টা ১৮ মিনিটে সেখানে এটির অবতরণের কথা ছিল।
হেলিকপ্টারে মোট যাত্রী ছিল ৭ জন। একজন পাইলট ছাড়া বাকি ৬ জন যাত্রীর মধ্যে ৫ জন ছিলেন নেপালি অপরজন জাপানি পর্বতারোহী। দুর্ঘটনায় ৬ জনই নিহত হন। ভাগ্যক্রমে বেঁচে যান এক নারী যাত্রী।বিমানবন্দরের জেনারেল ম্যানেজার রাজকুমার ছেত্রি বলেন, ধাড়িং জেলার পাহাড়ী জঙ্গলে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে।