দীর্ঘ ১২ বছর পর তারাপাশা স্কুল এন্ড কলেজের খেলার মাঠ দখলমুক্ত

জয়নাল আবেদীন,কমলগঞ্জ(মৌলভীবাজার)সংবাদদাতা//
মৌলভীবাজারের রাজনগর উপজেলার তারাপাশা স্কুল এন্ড কলেজের খেলার মাঠ দীর্ঘ ১২ বৎসর পর দখলমুক্ত করা হয়েছে। শনিবার(৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ ঘটিকায় তারাপাশা স্কুল এন্ড কলেজের মোকদ্দমা নাস্বার ১/ ২০১৮ এর আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ রাজনগর সহকারী জজ আদালতের পক্ষ থেকে স্কুলকে জমি দখল দেয়া হয়েছে।
সরজমিন গেলে দেখা যায়, কামারচাক ইউনিয়নের তারাপাশা স্কুল এন্ড কলেজ এর ১ একর ২ শতক জায়গা দীর্ঘ ১২ বৎসর ধরে স্কুলে সাথে ভূমি দস্যু তৈমুছ আলীর মামলা চলছে। পর পর তিনবার আদালতে রায় অমান্য করে ভূমি দস্যু তৈমুছ আলী আপিল করার পর পূণরায় মামলার রায় তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজে পাওয়ার পর শনিবার সকালে বিজ্ঞ রাজনগর সহকারী জজ আদালতের পক্ষ থেকে স্কুল ও কলেজকে ভূমি খেকোর কবল থেকে খেলার মাঠ উদ্ধার করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, বিজ্ঞ রাজনগর সহকারী জজ আদালতের পক্ষ থেকে কবির আহমদ, শামসুদ্দিন আহমদ, তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজের গর্ভনিংবডির সভাপতি আলহাজ্ব ফয়জুুল হক, অধ্যক্ষ মোহাম্মদ রহিম খান, কামারচাক ইউপি চেয়ারম্যান নজমুল হক সেলিম, আওয়ামীলীগের কামারচাক ইউনিয়নের সভাপতি শেখ বশারত আলী, আওয়ামীলীগের কামারচাক ইউনিয়নের সাধাারন সম্পাদক মাহবুব খানসহ এলাকার গন্যমান্য ব্যক্তি, প্রশাসন, স্কুল এন্ড কলেজের শতশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এনিয়ে ছাত্র/ছাত্রী ও বিদ্যালয়ের শুভাকাংকিদের মধ্যে আনন্দের বন্যা দেখা দিয়েছে।
এ ব্যাপারে গর্ভনিংবডির সভাপতি আলহাজ্ব ফয়জুল হক, কামার চাক ইউপি চেয়ারম্যান নজমুল হক সেলিম, অধ্যক্ষ মোহাম্মদ রহিম খান, এলাকার গন্যমান্য ব্যক্তি ও ছাত্র ছাত্রীরা বলেন, দীর্ঘদিন পর স্কুলের খেলার মাঠটি দখলমুক্ত হওয়ায় এলাকা তথা স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীরা আনন্দে খেলাধুলার সুযোগ পাবে।