গৌরনদীতে শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

গৌরনদী প্রতিনিধি//
দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কাল্ব) ভূক্ত বরিশালের গৌরনদী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৪তম বার্ষিক সাধারন সভা ও ২০১৮-১৯ ব্যাবস্থাপনা পরিষদের নির্বাচন গতকাল শুক্রবার সম্পন্ন হয়েছে।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় উপজেলার পালরদী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এইচ,এম ইলিয়াস সভাপতি ও গৌরনদী গাল্স স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোঃ আলী আজিম খান (পলাশ) সাধারন সম্পাদক নির্চাচিত হয়েছেন।
জানাগেছে, গৌরনদী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বিদায়ী সভাপতি ও উপজেলার চাঁদশী ইশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে গতকাল সকাল ৯টায় উপজেলার কারিতাস হলরুমে সংগঠনটির ১৪তম বার্ষিক সাধারন সভা শুরু হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী গাল্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মীর আব্দুল আহসান আজাদ, গৌরনদী পাইলট মাধ্যামিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সৈয়দ আতাউর রহমান, গৌরনদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম, আলম।
সভার শুরুতে বিদায়ী সাধারন সম্পাদক প্রদীপ কুমার দাস সংগঠনের ব্যাবস্থাপনা পরিষদের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। এরপর সংগঠনের সাধারন সদস্যরা বার্ষিক প্রতিবেদনের ওপর আলোচনায় অংশ নেন। দীর্ঘ আলোচনা শেষে সংগঠনের বার্ষিক আয়-ব্যায়ের হিসার অনুমোদন করা হয়।
সবশেষে সংগঠনের ২০১৮-১৯ কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬ সদস্যের ব্যাবস্থাপনা পরিষদের সকলেই বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। নব নির্বাচিতরা হলেন, সভাপতি-এইচ,এম ইলিয়াস, সহ-সভাপতি মোঃ লিটন আকন, সাধারন সম্পাদক মোঃ আলী আজিম খান (পলাশ), কোষাধ্যক্ষ মিঃ জোসেফ ঘরামী, সদস্য মোঃ আবুল খায়ের ও বিশ্বজিৎ চক্রবর্তি প্রমুখ।