গৌরনদীর সেন্ট যোসেফ স্কুলে অভিভাবক সমাবেশ

গৌরনদী প্রতিনিধি//
গতকাল শুক্রবার সকালে বরিশালের গৌরনদী ক্যাথলিক চার্চ পরিচালিত উপজেলা সদরের বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় সেন্ট যোসেফ স্কুলে শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাবেশের মূল সুর ছিল শিক্ষার মান উন্নয়নে ও নৈতিকতা গঠনে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীর ভূমিকা।
স্কুল ম্যনেজিং কমিটির সভাপতি ফাদার লরেন্স লেকাভেলী গমেজের সভাপতিত্বে গতকাল সকাল ১০টায় অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী ক্যাথলিক ধর্ম পল্লীর প্রধান পাল পুরহীত ফাদার মিন্টু সমুয়েল বৈরাগী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সহ-সম্পাদক উত্তম দাস, ম্যানেজিং কমিটির সদস্য সুদান পান্ডে, মার্সেল রতন গুদা, রাশেদা খানম, লিপিকা জয়ধর।
বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক সিষ্টার শিল্পি পেরেরা (আরএনডিএম), সিষ্টার মল্লিকা রোজারিও (আরএনডিএম), প্রমুখ। সমাবেশ থেকে ম্যানেজিং কমিটি স্কুলের উন্নয়নে ও শিক্ষার্থীদের ভাল ফলাফল অর্জনের বিষয়ে অভিভাবকদের মতামত ও সু-পরামর্শগুলো গ্রহন করে।