আগৈলঝাড়ায় ফার্মের চার শতাধিক মুরগী মেরে ফেলেছে অজ্ঞাতনামা শক্ররা

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় একটি ফার্মের চার শতাধিক মুরগী মেরে ফেলেছে অজ্ঞাতনামা শক্ররা। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মধ্যচাঁদত্রিশিরা গ্রামের হাচেন তালুকদারের ছেলে শাহিন আলম তালুকদার মুরগী পালন করে সংসার চালিয়ে আসছিল। বুধবার রাতে অজ্ঞাতনামা শক্ররা ফার্মের একহাজার মুরগী মধ্যে বিষ প্রয়োগ করে। এতে প্রায় চার শতাধিক মুরগী মারা যায়। এতে ওই ফার্ম মালিক শাহিন আলম তালুকদার ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।