কমলগঞ্জে ফেন্সিডিল ও সিএনজিসহ মাদক ব্যবসায়ী আটক

জয়নাল আবেদীন,কমলগঞ্জ(মৌলভীবাজার)সংবাদদাতা//
কমলগঞ্জের পতনউষার ইউনিয়নে ৩০ বোতল ফেন্সিডিল ও সিএনজি অটোরিক্সাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সরিষেরতলা বাজার এলাকা থেকে পুলিশ সদস্যরা এই মাদক ব্যবসায়ীকে আটক করে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ি সুত্রে জানা যায়, গোপন সংবাদরে ভিত্তিতে পুলিশের একটি দল সরিষের তলা বাজার এলাকায় সন্দেহজনকভাবে একটি সিএনজি অটোরিক্সা (মৌলভীবাজার-থ-১২-১২৭৩) আটক করে। এ সিএনজি অটোরিক্সা তল্লাশি করে ৩০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্দার করা হয়। এসময় সিএনজি অটোরিক্সার মালিক মসুদ মিয়া (২৫)-কেও আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী মসুদ মিয়ার বাড়ি শ্রীমঙ্গল উপজেলার কালাপুর এলাকায়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক(তদন্ত) অরুপ কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক মাদক ব্যবসায়ী মসুদকে গ্রেফতার দেখিয়ে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেলা কারাগারে প্রেরণ করা হয়।