স্বরূপকাঠিতে সাজ্জাত সাকিব বাদশার জন্মদিন পালন করল উপজেলা স্বেচ্ছাসেবকলীগ

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাত সাকিব বাদশার জন্মদিন উদযাপন করেছে পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা স্বেচ্ছাসেবকলীগ। দিনটি আয়োজনে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের অস্থায়ী কার্যালয়ে কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ সভাপতি মো. আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বাদশার রাজনৈতিক কর্মময় জীবনের উপর আলোকপাত করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি শাহাবুদ্দিন রাজিব, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ সোহাগ, ফাইজুল হক, সাংগঠনিক সম্পাদক শেখ মো. ফুয়াদ, দপ্তর সম্পাদক মো. মনিরুল ইসলাম মুন্না, সহ অর্থ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আল আমিন হাওলাদার, সদস্য সোহেল রানা, মো. মিলন উপজেলা যুবলীগ নেতা কাজী আল আমিন রনি, ফিরোজ আহম্মেদ মুন্না, কাজী শহিদ, ছাত্রলীগ নেতা সোহেল পারভেজ, কামরুজ্জামান টুটুল, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবু হানিফ প্রমুখ। সভাশেষে কেককাটা ও মিষ্টি বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।