গৌরনদী জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী

গৌরনদী প্রতিনিধি//
জাতীয় বিদ্যুৎ সপ্তাহ ২০১৮ উপলক্ষে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর গৌরনদী জোনাল অফিসের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে গৌরনদীতে একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয়েছে।সকাল সাড়ে ১০টায় গৌরনদী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে র‌্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার, গৌরনদী গাল্স স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মীর আব্দুল আহসান আজাদ, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, নলচিড়া ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, পল্লী বিদ্যুৎ গৌরনদী জোনাল অফিসের ডিজিএম এ.কে.এম ফজলুল হক, এজিএম (কম) এস.এম শাকিলসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও পল্লী বিদ্যুৎ সমিতি গৌরনদী জোনাল অফিসের শতাধীক কর্মকর্তা-কর্মচারী র‌্যালীতে অংশগ্রহন করেন।