কমলগঞ্জে বিদ্যুৎ সপ্তাহ পালিত

কমলগঞ্জ প্রতিনিধি//
মৌলভীবাজারের কমলগঞ্জে “শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ” এই শ্লোগানকে নিয়ে অনির্বাণ আগামী কর্মসূচীর আওতায় জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা শেষে আলোচনা সভা হয়। গতকাল বৃহস্পতিবার(৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি(পবিস) কমলগঞ্জ আঞ্চলিক অফিসের উদ্যোগে এ শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে।
পবিস এলাকা পরিচালক কামাল উদ্দীনের সভাপতিত্বে শিক্ষক মোশাহিদ আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: সিদ্দেক আলী, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো: হেলাল উদ্দীন, পবিস কমলগঞ্জ আঞ্চলিক অফিসের উপ-মহাব্যবস্থাপক মো: মোবারক হোসেন সরকার, সাংবাদিক বিশ্বজিৎ রায় ও মুজিবুর রহমান রঞ্জুসহ উপজেলার প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ নানা পেশার মানুষের উপস্থিত ছিলেন।
পবিস কমলগঞ্জ আঞ্চলিক অফিসের উপ-মহাব্যবস্থাপক মো: মোবারক হোসেন সরকার বলেন, ২০১৮ সালের মধ্যে শতভাগ বিদ্যুৎ নিশ্চিতকরণে কমলগঞ্জে ৯৫ ভাগ এলাকা বিদ্যূৎের আওতায় এসেছে। বাকী ৫ভাগ আগামী ২ মাসের মধ্যে হয়ে যাবে। এখন আগের মত লোড শেডিং হচ্ছে না। গ্রাহকরা একটু সচেতন হয়ে অপ্রয়োজনে বিদ্যুৎ ব্যবহার না করলে বিদ্যুৎ সঞ্চালনে আরও উন্নতি হবে। গ্রাহকরা যাতে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করেন সে দিকে দৃষ্টি রাখারও অনুরোধ জানান তিনি।