কমলগঞ্জের রিপোর্টার্স ইউনিটির পরিচিতি ও ঈদপূণর্মিলনী

কমলগঞ্জ প্রতিনিধি//
মৌলভীবাজারের কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কমিটির পরিচিতি ও ঈদপূণর্মিলনীসহ সম্মাননা প্রদান। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ এর সভাপতিত্বে কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক নির্মল এস পলাশের পরিচালানায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন, সাংবাদিক বিশ্বজিৎ রায়, মুজিবুর রহমান রঞ্জ, সুব্রত দেবরায় সঞ্জয়।
বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো: মোশাহিদ আলী, প্রধান শিক্ষক সালাউদ্দিন আহমদ, প্রধান শিক্ষক সুজিতা সিনহা, চা মজদুর পত্রিকার সম্পাদক সীতা রাম বীন, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, যুগ্ম সম্পাদক মোনায়েম খান, সাংগঠনিক সম্পাদক হিফজুর রহমান তুহিন প্রমুখ। অনুষ্ঠানে মোস্তাফিজুর রহমান কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও রাজ কুমার সোমেন সিং প্রেস ক্লাবের অর্থ সম্পাদক হওয়ায় দুইজনকে সম্মাননা ক্রেষ্ট প্রধান করা হয়। কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আসহাবুব ইসলাম শাওন এর মাতার অসুস্থতায় দোয়া কামনা করা হয়।