বরিশাল প্রতিনিধি//
বরিশালে পূর্ণাঙ্গ বিমানবন্দরের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি বলেন বরিশালের বর্তমান বিমানবন্দরটি পূর্ণাঙ্গ নয়। একটি পূর্ণাঙ্গ বিমানবন্দরের জন্য যা লাগে, তার অনেক কিছুই নেই এখানে। পদ্মা সেতু ও পায়রা হওয়ার পর বরিশালে ব্যবসা বানিজ্যের ব্যাপক প্রসার ঘটবে। সেসময় বিমান পথে প্রচুর যাত্রী বাড়বে।সে কথা মাথায় রেখে বরিশালে একটি পূর্ণাঙ্গ বিমানবন্দর তৈরিতে কাজ শুরু করেছে সরকার। ইতিমধ্যে এজন্য ৩০০ একর জমিও অধিগ্রহণ করা হয়েছে।বলেন বিভাগীয় কমিশনার।
উল্লেখ্য, বরিশালের বর্তমান বিমানবন্দরটি বাবুগঞ্জের রহমতপুরে অবস্থিত। এখানে এমাসের প্রথম তারিখ থেকে প্রতিদিন ফ্লাইট রাখার ব্যবস্থা করে সরকারি বিমান সংস্থাসহ আরো দুইটি বেসরকারি বিমান পরিবহন সংস্থা। প্রতিদিন ফ্লাইট চালুর ব্যাপারে সংস্থাগুলো বলছে বরিশালে বিমানের যাত্রী বাড়ায় তাদের এমন সিদ্ধান্ত।