বাংলাদেশের কাছে হার মানল পাকিস্তান

রাজু ফকির ,স্পোর্টস ডেস্ক//
সাফ ফুটবলে দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ।ভুটানের বিপক্ষে প্রতিশোধ মিশন সফল করার পর আজ বৃহস্পতিবার নিজেদের টানা দ্বিতীয় জয় পেয়েছে লাল-সবুজের দল। রুদ্ধশ্বাস ম্যাচে চিরশত্রু পাকিস্তানকে ১-০ গোলে হারিয়ে জয়রথ অব্যাহত রেখেছে সমালোচনায় জর্জরিত দলটি।
ম্যাচের ৮৪তম মিনিটে গোলটি করেছেন ডিফেন্ডার তপু বর্মন। এই জয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেল বাংলাদেশ।
ম্যাচের প্রথমার্ধ কেটেছে গোলশূন্য। বরং স্বাগতিকরাই একবার রক্ষা পায় গোল হজম থেকে। ৯ম মিনিটে পাকিস্তানের ফরোয়ার্ড মোহাম্মদ আলীর হেড গোলকিপার শহিদুল আলম সোহেল লাফিয়ে ফিস্ট করে বাইরে পাঠান।