গৌরনদী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ভিপি জাকির গ্রেফতার

গৌরনদী প্রতিনিধি//
বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরের বাদামতলা রিকসা ষ্ট্যান্ড এলাকা থেকে জাতীয়তাবাদী ছাত্রদল গৌরনদী উপজেলা শাখার সাবেক সভাপতি ও সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মোঃ জাকির হোসেন রাজাকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া সাবেক ওই ছাত্রদল নেতাকে গতকাল বুধবার দুপুরে বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে।
সাবেক ওই ছাত্রদল নেতার পরিবার ও পুলিশ সূত্রে জানাগেছে, ডিএসবির একজন পুলিশ কর্মকর্তা মঙ্গলবার সন্ধ্যার পরে সাবেক ভিপি জাকির হোসেন রাজার মোবাইল নম্বরে ফোন দিয়ে জানান যে, আপনার সাথে জরুরী আলাপ আছে আপনি এখনই একটু বাদামতলা রিকসা ষ্ট্যান্ডে আসুন। তার সাথে দেখা করতে ভিপি জাকির ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেখানে যান। এ সময় ডিএসবির ওই কর্মকর্তা তার সাথে প্রয়োজনীয় আলাপ শেষে বিদায় নেন। এর কিছুক্ষনের মধ্যেই গৌরনদী মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ মাজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সেখান থেকে তাকে গ্রেফতার করেন।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুনিরুল ইসলাম মুনির জানান, গৌরনদী পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আমিনুল ইসলাম রিপনের দায়েরকৃত একটি সন্ত্রাস ও নাশকতার মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।