গৌরনদীতে প্রতিপক্ষের হামলায় দুই নারী আহত

গৌরনদী প্রতিনিধি//
নিজেদের পৈত্রিক জমিতে প্রতিপক্ষকে গাছ লাগাতে বাঁধা দিতে গিয়ে গতকাল বুধবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার বড় কসবা গ্রামে প্রতিপক্ষের হামলায় আকলিমা বেগম (৪২) ও সোনিয়া আক্তার (৩১) নামের দুই নারী আহত হয়েছে। গুরুতর আহত ওই দুই নারীকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহতরা জানায়, ওই গ্রামের মোঃ নজরুল সিকদার ও তার স্ত্রী হালিমা বেগম তাদের প্রতিবেশী খলিল খান, আকবর খান, জাকির খান, মাইনুল খানের সহয়তায় গতকাল সকাল ৯টার দিকে একই গ্রামের মোঃ শাহজাহান সিকদারের পৈত্রিক জমিতে জোর পুর্বক বিভিন্ন প্রজাতির গাছের চারা লাগাতে যায়। এ সময় মোঃ শাহজাহান সিকদারের বড় ছেলে কাতার প্রবাসী মোঃ মনির সিকদারের স্ত্রী আকলিমা বেগম ও মেঝ ছেলে কৃষিজীবি মোঃ শহিদুল সিকদারের স্ত্রী সোনিয়া আক্তার তাতে বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষরা গাছ লাগানোর শাবল ও লাঠিশোটা দিয়ে পিটিয়ে আকলিমা বেগম (৪২) ও সোনিয়া আক্তার (৩১)কে মারাতœক আহত করে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনার কিছুক্ষন পর গৌরনদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করা হয়নি