আওয়ামীলীগ ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন হয় আর বিএনপি করে লুটপাট-শ.ম.রেজাউল করিম

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
আওয়ামীলীগ ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন হয় আর বিএনপি ক্ষমতায় গিয়ে করে লুটপাট। জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের মহাসড়কে দাড় করিয়েছেন। উন্নয়নের এ ধারাকে অব্যহত রাখতে শেখ হাসিনার বিকল্প নাই। শেখ হাসিনাকে ক্ষমতায় না গেলে দেশের উন্নয়নের ধারা বাধাগ্রস্ত হবে। তাই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও বার কাউন্সিলের সিনিয়র আইনজীবি শ ম রেজাউল করিম। আজ বুধবার বিকেলে স্বরূপকাঠির সমুদয়কাঠি মাধ্যমিক বিদ্যালয়ে ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত জাতিয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন দলের মধ্যে কোন ভেদাভেদ রাখা চলবে না। প্রার্থী যেই হোক সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নারায়ন চন্দ্র পাথরের সভাপতিত্বে সভায় বক্তৃতা দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদ, সম্পাদক অ্যাডভোকেট এস এম ফুয়াদ, যুগ্ম সম্পাদক এস এম মুইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম সিকদার, আওয়ামীলীগ নেতা কাজী সাইফুদ্দিন তৈমুর, মো. আতিকুল্ল¬াহ, কেন্দ্রিয় কৃষকলীগের সদস্য মো. আতিয়ার রহমান চৌধুরী নান্না, কেন্দ্রিয় যুবলীগের সদস্য কামরুজ্জামান খান শামিম, জেলা পরিষদ সদস্য মো. সুলতান মাহমুদ খান, তিমির হালদার, আ.লীগ নেতা সিরাজুল ইসলাম ফায়েজ, জিয়াউদ্দিন আহমেদ তালুকদার তৌহিদ,যুবলীগ নেতা প্রভাষক সাইফুল ইসলাম শাওন, যুবলীগ নেতা শহিদুল ইসলাম রিপন প্রমুখ। এর আগে সকাল থেকে শম রেজাউল করিম ইন্দুরহাট, মিয়ারহাট ও জগন্নাথকাঠি বন্দরে গনসংযোগ করেন। এসময় তিনি ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন।