কমলগঞ্জে বানবাসীদের সাথে মতবিনিময়

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি//
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার বানবাসীদের সাথে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্র্রনালয়ের অধীন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা মতবিনিময়ে মিলিত হয়েছেন। পৌরসভার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে গতকাল দুপুরে ধলাই নদীর নিকটবর্তী করিমপুর গ্রামে এ মতবিনিময় সভা অনুুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান এর সভাপতিত্বে ও সাংবাদিক শাহীন আহমেদ এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান কর্মকর্তা মো. আশরাফ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ। বক্তব্য রাখেন, কুড়িগ্রাম সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ছানাউল্লাহ। দিনাজপুর জেলার পাবর্তীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তাজুল ইসলাম, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম, সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম এ করিম, পাবনা জেলার সাথিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা আপদসমুহ মোকাবেলায় স্থানীয় পদ্বতিসমুহ কি, জলবায়ু পরিবর্তনজনিত কারনে আপদসমুহের ধরণ পরিবর্তন এবং নতুন আপদ মোকাবেলায় চ্যালেঞ্জ ও তা থেকে উত্তরনের উপায় নিয়ে স্থানীয়দের সাথে কথা বলেন।