সাংবাদিক মাও. শহিদুল্লাহর মা জোবেদা বেগমের ইন্তেকাল

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক ও আইটিভি (ইউএসএ) এর সিইও সাংবাদিক মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ’র মা আলহাজ্ব জোবেদা বেগম (৭৮) বুধবার সকাল ৭.৩০ মি. বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে —— রাজেউন)। আছর নামাজবাদ নেত্রকোনা জোবেদা খাতুন মহিলা মাদ্রাসা মাঠে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৮ মেয়ে সহ বহুগুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. আকতারুজ্জামান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. মিজানুর রহমান, ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়,ছারছিনার বড় হুজুর মাওলানা শাহ মো. সাইফুল্লাহ সিদ্দিকী, পিরোজপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম,বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা সালাউদ্দিনসহ বিশিষ্টজনেরা গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।