গৌরনদীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭) এর উদ্বোধন

গৌরনদী প্রতিনিধি//
মঙ্গলবার বিকেলে বরিশালের গৌরনদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল ২০১৮ টুর্নামেন্ট (অনুর্ধ-১৭) এর উদ্বোধন করা হয়েছে। বরিশাল জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিনের সভাপতিত্বে গতকাল বিকেল ৩টায় গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার, বরিশাল জেলা ক্রীড়া কর্মকর্তা হোসাইন আহাম্মেদ, গৌরনদী পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া, সাধারন সম্পাদক মোঃ কবির হোসেন খান, গৌরনদী গালস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মীর আব্দুল আহসান আজাদ, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, খাঞ্জাপুর ইউপি চেয়ারম্যান মোঃ নুর আলম সেরনিয়াবাত, গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলিউল্লাহ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গৌরনদী উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চক্রবতি ও গৌরনদী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান দিপ। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় গৌরনদী পৌরসভা অনুর্ধ-১৭ একাদশ খাঞ্জাপুর ইউপি অনুর্ধ-১৭ একাদশকে ২-০ গোলে পরাজিত করে।