গৌরনদীতে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

গৌরনদী প্রতিনিধি//
গতকাল মঙ্গলবার সকালে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ফলদ বৃক্ষ মেলা’র শুভ উদ্বোধন করেন।
এ উপলক্ষে গতকাল বেলা ১১টায় গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, উপজেলার নলচিড়া ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, সরিকল ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন মোল্লা, গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফয়সল জামিল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খান মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মরিয়ম বেগম, উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চক্রবর্তি প্রমুখ।