গৌরনদীর ভ্রাম্যমান আদালতে দুই জাটকা বিক্রেতাকে জড়িমানা

গৌরনদী প্রতিনিধি//বরিশালের গৌরনদী উপজেলা ভ্রাম্যমান আদালত গতকাল মঙ্গলবার সকালে দুইজন জাটকা বিক্রেতাকে জড়িমানা ও জব্দ প্রায় দুই মন জাটকা এতিমখানায় বিতরণ করেছে।
পুলিশ সুত্রে জানাগেছে, পার্শ্ববর্তি হিজলা উপজেলার বাভাসী গ্রামের মৃত মোবারক আলী ঢালীর ছেলে মাছ বিক্রেতা আমির হোসেন ঢালী (৪৫) ও মুলাদী উপজেলার কুতুবপুর গ্রামের কুব্বত আলী হাওলাদারের ছেলে মাছ বিক্রেতা মোঃ নুরুল হক হাওলাদার (৩৬) গতকাল মঙ্গলবার সকালে উপজেলার সরিকল বাজারে বিক্রির উদ্দেশ্যে প্রায় দুই মন জাটকা ইলিশ নিয়ে বসে।
পোপন সুত্রে খবর পেয়ে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ সকাল ১০টার দিকে ওই বাজারে অভিযান চালিয়ে প্রায় ২মন জাটকাসহ ওই দুই মাছ বিক্রেতাকে আটক করে গৌরনদী উপজেলা ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী মেজিষ্ট্রেট ও গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিনের জিজ্ঞাসাবাদে আটক দুই মাছ বিক্রেতা আদালতে তাদের দোষ স্বীকার করে। এর পর আদালত তাদের উভয়কে এক হাজার করে দুই জনকে মোট দুই হাজার টাকা জড়িমানা করে ছেড়ে দেয়। সেই সাথে জব্দ প্রায় দুই মন জাটকা উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করে।