আশার বাণী ২০২০ সালেই ইলেকট্রিক বিমান

এস এম রহামান হান্নান// বিমান চালাতে আর প্রয়োজন নেই জ্বালানির। বিদ্যুতি কিংবা ব্যাটারিতেই চলবে বিমান। এতদিন পর্যন্ত তা পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে থাকলেও অবশেষে তা হয়ত সত্যি হতে চলেছে। এমনই আশার বাণী শুনিয়েছেন আইআইটি দিল্লির ইঞ্জিনিয়ার আশিষ কুমার। তিনি ওয়াশিংটনের জুনুম এরো সংস্থার সিইও। আশিষবাবু জানিয়েছেন, তিনি নিজেই হাইব্রিড-ইলেকট্রিক এয়ারক্র্যাফ্ট তৈরি করছেন। এই প্রোজক্টে তাঁকে সহযোগিতা করছে বোয়িং ও জেট ব্লু। ২০ টি সিট থাকবে এই বিমানে।  মার্কিন মুলুকে এই বিমান তৈরি করবেন তিনি। ২০২০ সালের শুরুতেই ভারতে এই বিমান চালানোর পরিকল্পনা রয়েছে তাঁর। জ্বালানি ব্যবহার না করায় এই বিমানে খরচ অনেকটাই কমবে বলে আশাবাদী তিনি। তাই ভাড়াও হবে অনেকটাই কম। তাহলে আর কি! অপেক্ষা করুন ২০২০ অবধি…