পিএসএলে ফিরছেন এবি ডি ভিলিয়ার্স

রাজু ফকির ,স্পোর্টস ডেস্ক//
দক্ষিণ আফ্রিকা দল থেকে অবসর নেওয়া মারকুটে ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স ক্রিকেটে ফিরছেন। পাকিস্তান সুপার লিগে হয়ে এবার খেলবেন এ ক্রিকেটার। এ বছরের শুরুর দিকে আচমকা জাতীয় দল থেকে অবসর নেন এবি। পরে জানান, ঘরোয়া লিগ ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলবেন।এবার আরও একটি টি ২০ লিগে তার খেলার কথা জানা গেল। পিএসএলে ডি ভিলিয়ার্সের খেলাড় সম্ভাবনার কথা আগেও পিএসএলের টুইটারে জানানো হয়েছিল। তখন অবশ্য খেলেননি।
শুধু ডি ভিলিয়ার্সই নন, পিএসএলে খেলার ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছেন বল টেম্পারিংয়ের অভিযোগে নিষিদ্ধ দুই অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথও।এই তিনজনের ব্যাপারে দলগুলোর সিদ্ধান্ত চলতি মাসের মধ্যে শেষ হবে।