গৌরনদীতে আইসিটি ভ্যানে মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষনের উদ্বোধন

গৌরনদী প্রতিনিধি//
গতকাল সোমবার সকালে বরিশালের গৌরনদীতে এক মাসব্যাপী আইসিটি ভ্যানে কম্পিউটার প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে।
সরকারের যুব উন্নয়ন অধিদপ্তরাধীন টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপলস অব বাংলাদেশ (টেকাব) শিক্ষক কারিগরি সহয়তা প্রকল্পের আওতায় মাসব্যাপী এ প্রশিক্ষন দেয়া হবে।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিনের সভাপতিত্বে সকাল ১০টায় উপজেলার শহীদ সুকান্তবাবু মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফয়সল জামিল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খান মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মরিয়ম বেগম, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক মাহাবুব রশীদ প্রমুখ।