কমলগঞ্জে সৌর বিদ্যুৎ বিতরণ

জয়নাল আবেদীন,কমলগঞ্জ প্রতিনিধি//
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর ইউনিয়ন ও কমলগঞ্জ পৌরসভায় পৃথক দৃটি অনুষ্ঠানে মাধ্যমে বিদ্যুৎ সুবিধা বঞ্চিত ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারী অর্থায়নে ৮৮টি সৌর বিদ্যুৎ (সোলার প্যানেল) বিতরণ করা হয়। গতকাল সোমবার (৩ সেপ্টেম্বর) বেলা ১টায় শমশেরনগর বাদ্রার্স পার্টি সেন্টারে এ সৌর বিতরন করা হয়েছে।
কমলগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মালিক(বাবুল)-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ড: এম এ শহীদ এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর, জাতীয় পার্টি উপজেলা সভাপতি মো: দুরুদ আলী, শমশেরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন বর্মা ও ইউপি সদস্য নমিতা সিং প্রমুখ।
সকাল সাড়ে ১০টায় কমলগঞ্জ পৌরসভায় আরও ৪৪টি সোলার প্যানেল বিতরণসহ ১১ লাখ ৩৩ হাজার ৪৪০ টাকা ব্যয়ে শমশেরনগর ও কমলগঞ্জ পৌরসভায় ৮৮টি সোলার বিতরণ করা হয়।