গৌরনদীতে বর্নাঢ্য মঙ্গল শোভা যাত্রায় শ্রীকৃষ্ণের জন্মউৎসব শুভ জন্মাষ্টমী পালিত

গৌরনদী প্রতিনিধি//
বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠানমালার মধ্যদিয়ে গতকাল রোববার বরিশালের গৌরনদীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ন পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মগুরু শ্রীকৃষ্ণের জন্মউৎসব, শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে।
এ উপলক্ষে স্থানীয় সনাতন মৈত্রী তরুন সংঘের উদ্যোগে গতকাল বেলা সাড়ে ১১টায় উপজেলার টরকী বন্দরের শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির অঙ্গন থেকে এক বর্নাঢ্য মঙ্গল শোভা যাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রা শেষে সনাতন মৈত্রী তরুন সংঘের সভাপতি মিথুন মিত্রের সভাপতিত্বে মন্দির আঙ্গিনায় এক ধর্মীয় ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর কাউন্সিলর সিকদার খোকন, দৈনিক আমাদের অর্থনীতির বরিশাল ব্যুরো চীফ প্রশান্ত কুন্তু, গৌরনদী প্রেসক্লাবের সহসম্পাদক উত্তম দাস, উপজেলার বার্থী তাঁরা মাযের মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক প্রনব রঞ্জন দত্ত (বাবু দত্ত), টরকী বন্দর লোকনাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি ননী গোপাল রায়, কোটালীপাড়া মডেল পাবলিক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সুরেশ দাস, উপজেলা সরকারি সহকারী শিক্ষক সমাজের সাধারন সম্পাদক সুদাম পাল, টরকী বন্দরের ব্যবসায়ী শেখর দত্ত বনিক, সহকারী শিক্ষক সুব্রত কুমার পাল, সনাতন মৈত্রী তরুন সংঘের সহ-সভাপতি তপন মালী, অনুপ কর্মকার, সাধারন সম্পাদক লক্ষন পাল, সাংগঠনিক সম্পাদক টোটন দে, কোষাধ্যক্ষ কার্তিক রাহা প্রমুখ। শেষে প্রসাদ বিতরন করা হয়। শোভাযাত্রা ও ধর্মীয় সভায় সনাতন ধর্মাবলম্বীদের শতশত ভক্তও অনুরাগী অংশগ্রহন করেন।