স্বরূপকাঠিতে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠিতে ১ম শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার বিকেলে সোহাগদল কে পি ইউ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর-২ আসনের সাবেক এমপি অধ্যক্ষ মো. শাহ আলম। সোহাগদল যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত ওই টুর্নামেন্টের উদ্বোধন করেন স্বরূপকাঠি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম ফুয়াদ। বিশিষ্টি সমাজ সেবক মো. বেনজির আহম্মেদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সুটিয়াকাঠি ইউনিয়ন আ.লীগ সভাপতি মো. ফজলুল হক খোকন, এ্যাড. মাহাতাব হোসেন, আ. লীগ নেতা কাঞ্চন শেখ, উপজেলা যুবলীগ নেতা মো. রুহুল বাহাদুর, মো. রহমত উল্লাহ, মো. ফরহাদ হোসেন প্রমুখ। টুর্নামেন্টে ১৩ টি দল ৪ টি গ্রুপে অংশগ্রহন করেছে। উদ্বোধনী খেলায় গাংচিল ইয়থ ক্লাব ও ডলফিন যুব সংঘ মুখোমুখি হয়। খেলা পরিচালনা করেন মাইনুল হক মিঠু। খেলায় গাংচিল ইয়থ ক্লাব ডলফিন যুব সংঘকে ৩-২ গোলের ব্যাবধানে হারিয়ে বিজয়ী হয়।