রাজনগরে শান্তকুল আদর্শ সংঘের উদ্যোগে ১৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান

কমলগঞ্জ প্রতিনিধি//
মৌলভীবাজারের রাজনগর উপজেলার শান্তকুল আদর্শ সংঘের উদ্যোগে মেধাবৃত্তির ফলাফল ও পুরুস্কার বিতরণ করা হয়েছে। শান্তকুল উচ্চ বিদ্যালয়ে গতকাল দুপুরে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে ১৭ জন শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে বৃত্তি ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
শান্তকুল আদর্শ সংঘের সভাপতি রেজাউল করিম পারভেজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী আক্তার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, কামারচাক ইউপি চেয়ারম্যান নজমুল হক সেলিম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা. আব্দুল আলী, প্রধান শিক্ষক শিমুল কান্তি পাল, ঢাকাস্থ এশিয়ান আইডিয়াল কলেজ এর অধ্যক্ষ মোহাম্মদ নেছার আলী, ইউপি সদস্য হাজী শহীদুর রহমান ও মাহবুবুর রহমান। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ৫ম, ৮ম ও ৯ম শ্রেণির ১৭ জন শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি হিসাবে নগদ অর্থ ও সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।