কমলগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব পালিত

কমলগঞ্জ প্রতিনিধি//
মৌলভীবাজারের কমলগঞ্জে বিপুল উৎসাহ উদ্দীপনায় শ্রীকৃষ্ণের ৫২৪৪ তম জন্মাষ্টমী উৎসব নানা কর্মসুচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। জন্মাষ্টমী উদযাপন পরিষদ, কমলগঞ্জ এর উদ্যোগে রবিবার সকাল সাড়ে ১১টায় হয় বর্নাঢ্য শোভাযাত্রা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
জন্মাষ্টমী উদযাপন পরিষদ, কমলগঞ্জ এর সভাপতি শংকর লাল সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রণয় দত্তের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার ওসি মো: মোকতাদির হোসেন পিপিএম, জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি অধ্যাপক মোহন চন্দ্র দেব, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি মি. জিডিশন প্রধান সুচিয়াং, কমলগঞ্জ মহিলা গীতা সংঘের সভানেত্রী অধ্যাপিকা মঞ্জুশ্রী রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাশ প্রমুখ।
বর্ণাঢ্য শোভাযাত্রায় কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ ছাড়াও জাতীয় হিন্দু মহাজোট, লোকনাথ সেবা সংঘ, সৎসংঘ, মহিলা গীতা সংঘ, সনাতনী যুব সংঘ, সৎ সংঘ, পশ্চিম কুমড়াকাপন, নারাইনপুর, লংগুরপার, মইদাইল, গোপালনগর, নাগড়া, যুদ্ধাপুর, তিলকপুর, আলীনগর, পাত্রখোলা, ফুলবাড়িসহ বিভিন্ন এলাকার হাজারো কৃষ্ণভক্ত নর-নারীরা অংশ নেন। সবশেষে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
এছাড়া শমশেরনগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে স্থানীয় কালীমাতার ধাম থেকে সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।