পিরোজপুরে ও স্বরূপকাঠিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে পিরোজপুরে ও স্বরূপকাঠিতে শোভাযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠিত হয়েছে । আজ রবিবার সকালে আখড়াবাড়ী থেকে জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে এক শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কালীবাড়িতে গিয়ে শেষ হয়। এসময় যুগবতার শ্রীকৃষ্ণের বিভিন্ন অবতারের আকৃত বেশে শোভাযাত্রায় শোভা পায় । শোভাযাত্রায় উপস্থতি ছিলেন পিরোজপুর জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুহিন আহমেদ, পিরোজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মজিবুর রহমান খালেক,পৌর কাউন্সিলর সাদাউল্ল্যাহ লিটন, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ পিরোজপুর জেলার সভাপতি তুষার মজুমদার, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ পিরোজপুর জেলার সাধারন সম্পাদক গৌতম সাহা, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ পিরোজপুর জেলার সভাপতি বিমল মন্ডল, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ পিরোজপুর জেলার সাধারন সম্পাদক বাবুল হালদার, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সদস্য সচিব সুভাষ চন্দ্র সরকার। পরে কালীবাড়ী মন্দিরে জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহ্বায়ক সুনীল চক্রবত্তীর সভাপতিত্বে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এসময় বাংলাদেশের সকল মানুষের জন্য শান্তি কামনা করা হয়। আলোচনাসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে স্বরূপকাঠিতে জন্মাষ্ঠমী উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পূজা উদ্যাপন পরিষদের আয়োজনে আজ রোববার সকালে জগতপট্টি রাধাগবিন্দ সেবাশ্রমে আলোচনায় অংশ নেন পিরোজপুর জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস, পৌর মেয়র গোলাম কবির, ভাইস চেয়ারম্যান লাভলু আহম্মেদ, সরকারী স্বরূপকাঠি কলেজের অধ্যক্ষ প্রফেসর অশোক কুমার সরকার, ডা. গকুল চন্দ্র মন্ডল, ডা.বিমান চন্দ্র বড়াল, তাপস বরন মন্ডল প্রমুখ। দুপুরে আলোচনা সভা শেষে একটি বর্নাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়। এরপর প্রসাদ বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শেষ হয়।