মালিঙ্গা ফিরছেন এশিয়া কাপ দিয়ে

রাজু ফকির ,স্পোর্টস ডেস্ক//
এশিয়া কাপ দিয়ে শ্রীলঙ্কা জাতীয় দলে ফিরেছেন মালিঙ্গা।মালিঙ্গা সর্বশেষ জাতীয় দলের হয়ে ২০১৭ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন।
দীর্ঘদিন পর ডাক পেয়েছেন অফস্পিনার দিলরুয়ান পেরেরা। ২০১৭ সালের এপ্রিলে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি। চলতি বছরের এপ্রিলে ছিটকে পড়া পেসার দুষ্মন্ত চামিরারও জায়গা হয়েছে এশিয়া কাপের ১৬ সদস্যের লঙ্কান দলে।১৫ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে লঙ্কানরা।