ইন্দুরকানীতে সাংবাদিকের ভাই ৩ দিন ধরে নিখোঁজ

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের ইন্দুরকানীর মোহাম্মদ শাফায়েত উল্লাহ (১৩) নামের এক মাদ্রাসা ছাত্র তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ২৯ আগষ্ট দুপুর তিনটার দিকে সে ইন্দুরকানীর নিজ বাড়ি থেকে বের হয়। তাঁরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি বলে ইন্দুরকানী থানায় শনিবার জিডি করেছেন নিখোঁজ শাফায়েতের বড় ভাই ইন্দুরকানী প্রেস ক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ কেফায়েত উল্লাহ। শাফায়েত উল্লাহ ঢাকার মিরপুরের মঈনুল কুরআন মাদ্রাসার ছাত্র। সে ইন্দুরকানী গ্রামের আব্দুল মালেক হাওলাদারের ছেলে। মঈনুলকে এখন পর্যন্ত খুঁজে না পাওয়ায় চরম উৎকন্ঠায় ভুগছেন পরিবারের সদস্যরা। নিখোঁজের বিষয়ে সাংবাদিক কেফায়েত উল্লাহ শনিবার দুপুরে জানান, শাফায়েত নিখোঁজ হওয়ার পর থেকে আত্মীয় স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে তাকে অনেক খোঁজ করেও পাওয়া যায়নি। ইন্দুরকানী থানার ওসি নাসির উদ্দিন জানান, মাদ্সার ছাত্র নিখোঁজের বিষয়ে তার বড় ভাই সাধারন ডায়রি করেছেন। মাদ্রাসার ছাত্রকে উদ্ধারের জন্য চেষ্টা চলছে।