পিরোজপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপির ) ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে । শনিবার সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে পিরোজপুর জেলা বিএনপি নেতৃবৃন্দ সকালে জাতীয় পতাকা ও দলীয় পতকা উত্তোলন করে জেলা কার্যালয়ে । ব্যাপক পুলিশী নিরাপত্তা থাকা অবস্থায় জেলা কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় । আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ গাজী নুরুজ্জামান বাবুল । বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আবদুস ছালাম বাতেন, জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. আবুল কালাম আকন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহিদল্লাহ শহীদ, সরোয়ার হোসেন হাওলাদার, এলিজা জামান প্রমুখ । এসময় বক্তারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সকল মামলা থেকে অবিলম্বে মুক্তির দাবি জানানো হয় । আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত করা হয়।