পিরোজপুরে পুলিশের অভিযানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ আটক ৭

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরে পুলিশের বিশেষ অভিযানে জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাসানুল কবির লীন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি নজিবুল ইসলাম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিনসহ ৫ জন আটক হয়েছে। শুক্রবার রাতে তাদেরকে আটক করা হয়। পিরোজপুর সদর থানার ওসি এস এম জিয়াউল হক জানান, আটককৃতদের বিষয়ে তদন্ত চলছে। তারা কোন নাশকতার সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ।