স্বরূপকাঠিতে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠিতে ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জাহিদুল ইসলাম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার পুলিশ আসামীকে পিরোজপুর কোর্টে প্রেরণ করেছে। এ ব্যাপারে থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা রজু করা হয়েছে। জানাগেছে,বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নেছারাবাদ থানার এস আই মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলা ইন্দুরহাট বন্দর এলাকা থেকে তাকে আটক করে। এ সময় তার নিকট থেকে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জাহিদ উপজেলার দ. কৌরিখাড়া গ্রামের মো. জুলফিকার আলীর ছেলে।