স্বরূপকাঠিতে ইয়াবা ও চোলাই মদসহ সন্ত্রাসী নয়নসহ গ্রেফতার – ৬

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠিতে ৭ পিস ইয়াবা ও ৬ লিটার চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামাদি সহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো উপজেলার শীর্ষ সন্ত্রাসী ও বহু মামলার আসামী মৈশানী গ্রামের নয়ন গাজী তার সহযোগী জামাল গাজী, বহরমপুর এলাকার মিজানুর রহমান দুর্গাকাঠির আলম হাওলাদার, সোহাগদলের ফায়েজ ও ব্যাসকাঠি এলাকার জয়দেব সুতার। আজ বৃহস্পতিবার আসামীদের পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মাদক নিয়ন্ত্রন আইনে পৃথক পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে,গত বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের মৈশানি এলাকার জামাল গাজীর ঘরে চোলাই মদ তৈরীর সময় নেছারাবাদ থানার এসআই সন্জীব কুমার পাহলান, এএসআই শরিফুল ইসলাম ও এএসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে নয়ন গাজি,জামাল গাজি, মিজান ও আলমকে গ্রেফতার করে। এ সময় ৫ শত মিলি মদ ও ১০ লিটার মদ তৈরীর কাঁচামাল এবং সরঞ্জামাদি জব্দ করা হয়। এদিকে বুধবার রাতে পুলিশ বরছাকাঠি এলাকা থেকে ৫ পিস ইয়াবা সহ ফায়েজকে এবং ২ পিস ইয়াবাসহ জয়দেবকে পাটিকেলবাড়ি এলাকা থেকে গ্রেফতার করে। নেছারাবাদ থানার ওসি কে.এম. তারিকুল ইসলাম জানান, নয়ন উপজেলার একজন শীর্ষ সন্ত্রাসী তার বিরুদ্ধে একাধীক মামলা রয়েছে। সে কিছুদিন পূর্বে চাদার দাবীতে এক শিক্ষককে বিবস্ত্র করে নির্যাতনের মামলায় জেল খেটে জামিনে এসেছে।