স্বরূপকাঠিতে গলায় ফাঁস লাগিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠিতে সাদিয়া আকন ( ১৮) নামে এক কলেজ ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। গত বুধবার দিবাগত রাতে উপজেলার সুটিয়াকাঠি গ্রামে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে আজ বৃহস্পতিবার সকালে ময়না তদন্তে পিরোজপুর মর্গে প্রেরণ করেছে। সে স্থানীয় ফজিলা রহমান মহিলা কলেজের দ্বাদশ শ্রেনির ছাত্রী। এলাকাবাসি সুত্রে জানাগেছে, ওই গ্রামের মো. শাহাদাত হোসেনের মেয়ে সাদিয়া বুধবার রাতে বাড়ির সকলের অগোচরে ঘরের দোতলায় রুয়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রজু করা হয়েছে। প্রেম জনিত ঘটনাই আত্মহত্যার কারণ বলে বিশস্তসুত্রে জানাগেছে।