আগৈলঝাড়ায় পুলিশের উপর হামলা মামলায় চার্জশীট দাখিল

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
আগৈলঝাড়ায় পুলিশের উপর হামলা চালিয়ে আহত করে হ্যান্ডকাপসহ সন্ত্রাসীকে ছিনিয়ে নেয়া চাঞ্চল্যকর মামলায় আট জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেছে পুলিশ। আদালতে দায়ের করা চার্জশীটের বরাত দিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. দেলোয়ার হোসেন জানান, চলতি বছর ২০ ফেব্রুয়ারী সন্ধ্যায় এএসআই জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক উদ্ধার ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার করতে বের হয়ে জিআর ৮০/১৬ মামলার ওয়ারেন্টভুক পলাতক আসামী রতœপুর ইউনিয়নের বেলুহার গ্রামের নান্না ওরফে নান্নু ভূইয়ার ছেলে সুজন ভূইয়া (২৭)কে বাড়ির সামনের রাস্তা থেকে গ্রেফতার করে হ্যান্ডকাপ পরানো হয়। এসময় গ্রেফতারকৃত আসামী সুজন ভূইয়া তাকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে বলে ডাক-চিৎকার শুরু করলে সুজনের বাবা নান্নু ভূইয়া (৪৮), সুজনের ভাই সাগর ভূইয়া (২৫), সুজনের মা শাহীনুর বেগম (৪৫), একই এলাকার বুরযুগ আলী ভূইয়ার ছেলে ডালিম ভূইয়া (৩৫), মোসাই মৃধার ছেলে মন্টু মৃধা (১৯), ওই গ্রামের মৃত সুলতান মোল্লার ছেলে জামাল মোল্লা (৩৫) ও জামাল মোল্লার স্ত্রী ফারজানা বেগম (২০) এএসআই জাহিদুল ইসলাম ও ফোর্স সোহাগ হোসেনের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে হ্যান্ডকাপসহ গ্রেফতারকৃত আসামী সুজন ভূইয়াকে ছিনিয়ে নেয়। আহত পুলিশের ডাক চিৎকারে স্থানীয় অন্য লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
ওই ঘটনায় রাতেই অসুস্থ এএসআই জাহিদুল ইসলাম বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন, নং-৯ (২০.২.১৮)। ওই মামলায় ১২জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহনের মধ্য দিয়ে দীর্ঘ ৬মাস তদন্ত শেষে গত বুধবার উপরোক্ত আট জনকে অভিযুক্ত করে বিজ্ঞ আদালতে চার্জশীট দাখিল করেছে পুলিশ, চার্জশীট নং-৭৪। বিজ্ঞ আদালত অভিযোগপত্র গ্রহণ করেছে বলেও জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেন।