শেখ হাসিনা-নরেন্দ্র মোদির বৈঠক অনুষ্ঠিত

অমিত কাঞ্জিলাল,স্টাফ রিপোর্টার//
চতুর্থ শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বৈঠকে মিলিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার বিকেলে নেপালে দুই নেতার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
এর আগে সকাল সোয়া ৯টার দিকে বিসমটেক চতুর্থ সম্মেলনে যোগ দিতে নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান নেপালের উপ-প্রধানমন্ত্রী ঈশ্বর পোখারেল এবং নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস।
এর পর হোটেল সোয়ালটি ক্রাউনি প্লাজায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের গুরুত্বারোপ করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত-জাতি আঞ্চলিক গ্রুপ নেতৃবৃন্দের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভুটানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দাশো সেরিং ওয়াংচুক, শ্রীলংকার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা, মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্ট এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুট চান-ও-চা এই শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করছেন।
এবারের বিমসটেক সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে,শান্তিপূর্ণ, সমৃদ্ধিশালী ও টেকসই বঙ্গোপসাগর অঞ্চলের সন্ধানে।