পিরোজপুরের সাবেক এমপি অধ্যক্ষ মো. শাহ আলমের স্ত্রীর ৫ ম মৃত্যুবার্ষিকী আজ

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুর-২ আসনের সাবেক এমপি ও পিরোজপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক অধ্যক্ষ মো. শাহ আলমের স্ত্রী বিশিষ্ট শিক্ষানুরাগী দক্ষিন কেীরিখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মোসাঃ হাসিনা বেগমের ২৯ আগষ্ট ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুলখানী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার মাগরিব নামাজ বাদ সাবেক এমপির নিজ বাড়ি সোহাগদলের একতারহাট জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া ও মাহফিলে এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। এ উপলক্ষে এলাকার ৫ টি এতিমখানায় খাবার বিতরণ করা হয় । ২০১৩ সালের ২৯ আগষ্ট চিকিতসাধীন অবস্থায় তিনি মারা যান।