গৌরনদীতে আশিক আব্দুল্লাহর জন্মদিন পালিত

হাসান বিন নোমান,গৌরনদী প্রতিনিধি//
মিলাদ-মাহফিল ও দোয়া-মোনাজাতের মধ্যদিয়ে বুধবার বরিশালের গৌরনদীতে জাতির জনক বঙ্গবন্ধুর দৌহিত্র ও জাতীয় সংসদের ১২১ বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের ভবিষ্যৎ কান্ডারী, বরিশাল জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ’র জন্মদিন পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার রাত ৮টায় উপজেলা সদরের গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ্য শহীদ আব্দুর রব সেরনিয়াবাত চত্বরে উদিয়মান এ তরুন নেতার রাজনৈতিক, সামাজিক, ব্যক্তিগত এবং পারিবারিক জীবনের সফলতা, সমৃদ্ধি কামনাসহ তার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে মিলাদ-মাহফিল, দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
গৌরনদী উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক মোঃ কামরুল ইসলাম দিলিপ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ-মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা হাক্কানী আলম, মোঃ জামাল গোমস্তা, আব্দুল মাজেদ সরদার, গৌরনদী পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ মিলন খলিফা, উপজেলা ছাত্রলীগ নেতা আতিক মিয়া, সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক মোঃ আরিফ মিয়াসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।