লেখক কলামিস্ট,দিদার সরদার//
ধর্মে শান্তির বার্তা ও আত্মবিশ্বাস পৃথিবীতে ধর্মের আগে মানুষ আসে,আর সেই মানুষের জন্যই ধর্ম । আমার ছোট্ট একটা প্রশ্ন ধর্ম রক্ষা করার জন্য কি মানুষ ? না মানুষ রক্ষা করার জন্য ধর্ম ? – প্রতিটি পবিত্র ধর্ম গ্রন্থে মানুষে কল্যাণের পথে , শান্তির পথে , মানুষ মানুষের মানবতায় মৈত্রী – ভ্রাতৃত্ব সুসম্পর্ক গড়ার কথা উলেখ্য ।মানুষের জন্ম হয় ধর্ম নিয়ে নয় ! ধর্ম পালনকারী বা পালনকারী না কিংবা বিভিন্ন ধর্মের মানুষ মানুষী দ্বারা জন্ম হয় একটি শিশু । আর আস্তে আস্তে বেড়ে উঠে সে বাবা-মায়ের দেখাদেখি ধর্ম পালনের ও ধর্ম শিক্ষায় ধর্মের অনুসারী হয়ে । শিক্ষা নেয় ধর্ম । তার পরে ! তার পরেই আসে ধর্ম কর্ম নিয়ে আলোচনা সমালোচনা । যে যত কথায় বলুক সঠিক ধর্ম পালনকারী কোন দিন জঙ্গী হতে পারে না ! হতে পারেনা কট্টর মৌলবাদী ? সব ধর্মের মৌলবাদের এখন জঙ্গী নামেই মানুষ বিশ্বাস করে কিংবা আবার অনেকে করে না ? ধর্মকে বিশ্বাস করে না এমন লোকের সংখ্যা কম । কিন্তু ধর্মীয় ঘরে জন্ম নিয়ে ধর্মকে অবজ্ঞা অবহেলা করা ঠিক না । একটু বেশি শিক্ষিতীক অতি চালাক ভণ্ড এক শ্রেণী দালালরা চতুর উপায় নাম জাহির ও পয়সা রোজগারের জন্য এমন কাজগুলো করে । আমি বিশ্বাস করি ”সবার উপড়ে মানুষ সত্য তাহার উপরে নাই” ! আবার সবার উপরে সৃষ্টিকর্তা সত্য তাহার উপরে নাই । কারন সৃষ্টির রহস্য আপনি কি জানেন ? – কোথা থেকে প্রথম মানুষটি আসলো ! তার পরে আপনি । ধর্ম নিয়ে বিশৃঙ্খলা নয় ? যদি তাই করেন তবে মৃত্যুর পূর্বে আপনার পরিবার কে বলে যাবেন বা লিখে যাবেন মৃত্যুর পরে জেনো আপনাকে সকল ধর্মীয় ব্যবস্থাপনার যে সকল কাজ গুলো আছে তা জেনো আপনার জন্য প্রযোজ্য না হয় , না করা হয় ! সে কথা কিন্তু বলে জান না !! অথচ কত রকমের কথা ও সমালোচনা বিশৃঙ্খলা ।আর সে সাথে ধর্ম অনুসারী ধর্ম প্রচারকারীদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ রইলো ধর্ম নিয়ে বিতর্ক সৃষ্টি করবেন না ; যার যে ধর্ম তাকে সে ভাবেই পালন করতে দিন । আপনি আপনার ধর্ম পালন করুন এবং অন্যদের আপনার ধর্মের শান্তির বানী শুনান ! যদি অন্যরা শুনতে চায় । পোশাক আসাকে ধর্মীয় লেবাজের মধ্যে সিমাবদ্ধ থাকলেই চলবে না । ধর্ম পালনের সাথে সাথে মানুষ ও মানবতার কাজ করুন এটাই ধর্মের প্রথম কাজ ও ছবক । যদি ভুল ত্রুটি হয় বিজ্ঞ’রা ক্ষমা সুন্দর সৃষ্টিতে দেখবেন । এবং আমাকে যুক্তি দিয়ে বুঝাবেন । আমি বুঝতে চেষ্টা করবো । সৃষ্টিকর্তা আমাদের সকলের সহয় হউন ।