কাউখালীতে জমি জমা সংক্রান্ত সংঘর্ষে নিহত ১ আহত ৫

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের কাউখালীতে গতকাল জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংগঠিত সংঘর্ষে ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন । রোববার দুপুরে কাউখালী উপজেলার নাঙ্গুলী গ্রামে ওই ঘটনা ঘটে। গুরুতর আহতরা হলেন মাওলানা মোঃ নজরুল ইসলাম (৫০), মোঃ মাহাফুজুর রহমান (৩০), আব্দুল লতিফ (৩৪), মোঃ জাহিদ হোসেন (২০), রাহিলা বেগম (৩০), তাসলিমা বেগম, (৩৫)। এদেরকে প্রথমে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ডাক্তার বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ বরিশালে প্রেরণ করেন। বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়ার পরে মাহাফুজুর রহমান (৩০) মারা যায়। জানা যায়, উপজেলার নাঙ্গুলী গ্রামের মাওলানা নজরুল ইসলাম তার নিজের জমিতে পানি চলাচলের জলাশয় বাঁধ নির্মান করতে গেলে একই গ্রামের ইউনুচ খানের পরিবার ও তার আত্মীয় স্বজন বাধা দিলে এক পর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে মাওলানা নজরুল ইসলাম তার পরিবার ও আত্মীয় স্বজন সহ কমপক্ষে ৬ জন গুরুতর জখম হয়। এ ব্যাপারে পিরোজপুরের সিনিয়র সহকারি পুলিশ সুপার (নেছারাবাদ-কাউখালী সার্কেল) কাজী শাহনেওয়াজ বলেন এ ঘটনায় মামলা হয়েছে আসামী গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।