স্বরূপকাঠিতে কর্মস্থলে ফেরা যাত্রীদের দুর্ভোগ

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
ঈদ শেষে কর্মস্থলে ফিরতে চরম দুর্ভোগ পোহাচ্ছে স্বরূপকাঠির যাত্রীরা। ঈদ উল আযহার ছুটি শেষে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মজীবিরা কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। গত রবি ও সোমবার দক্ষিন কৌরিখাড়া ও ছারছিনা লঞ্চঘাটে কর্মস্থলগামী মানুষের ছিল উপচে পড়া ভীড়। আজ সোমবার বিকেলে স্বরূপকাঠি থেকে অগ্রদুত প্লাস, মর্নিংসান-৯, ফারহান-১০, টিপু- ১২ ও অভিযান- ৭ নামের পাচটি লঞ্চ ধারণ ক্ষমতার অধিক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। লঞ্চের কেবিনের টিকেট যেন সোনার হরিন। লঞ্চগুলোতে ছিল না কোন তিল ধারনের ঠাঁই। পর্যাপ্ত লঞ্চ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে ছাদেও যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের। ঢাকায় যাওয়ার জন্য লঞ্চে সিট না পেয়ে অনেক যাত্রীকে বরিশাল যেতে দেখা গেছে আবার কেউবা বাড়ি ফিরে যেতে বাধ্য হয়। অপরদিকে বাসের টিকেটও মিলছে না। বাসের টিকেটও না পেয়ে চরম দুর্ভোগে পড়েছেন এখানকার অনেক যাত্রী।