ইতিহাস গড়লেন মোহাম্মদ ইরফান

রাজু ফকির ,স্পোর্টস ডেস্ক//
বল হাতে ইতিহাস গড়লেন পাকিস্তানের পেসার মোহাম্মদ ইরফান। শনিবার রাতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে চার ওভার বল করে মাত্র ১ রান দিয়েছেন। উইকেট পেয়েছেন দুটি। টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে এমন রেকর্ড এর আগে আর কেউ গড়তে পারেনি।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বার্বাডোস ট্রাইডেন্টসের হয়ে খেলছেন মোহাম্মদ ইরফান। শনিবার রাতে তারা মুখোমুখি হয় সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের। প্রথমে ব্যাট করে জ্যাসন হোল্ডারের ৩৫ বলে করা ৫৪, শাই হোপের ২৬ ও স্মিথের ২০ রানে ভর করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে বার্বাডোজ ট্রাইডেন্টস।
বল করতে এসে আতঙ্ক ছড়ান মোহাম্মদ ইরফান। প্রথম ওভারেই তিনি মেডেনসহ ক্রিস গেইলের উইকেট নেন। পরের ওভারে ১ রান দিয়ে আউট করেন এভিন লুইসকে। পরের দুই ওভারে আর কোনো রান দেননি। ২৪ বলের মধ্যে ২৩টি বলই ডট দেন। রান দেন মাত্র ১টি। উইকেট নেন ২টি। তার বোলিং ফিগার ৪ ওভার, ৩ মেডেন, ১ রান, ২ উইকেট। ইকোনোমি ০.২৫। টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে ৪ ওভারের স্পেলে এমন কীর্তি তার আগে আর কেউ গড়তে পারেনি।