স্বরূপকাঠিতে চিহ্নিত মাদক সম্রাট তসলিম গ্রেফতার

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠিতে চিহ্নিত মাদক সম্রাট ওয়ারেন্টভুক্ত আসামী তসলিম হোসেন (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার তাকে মাদক মামলায় পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে । পুলিশ সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যার পর নেছারাবাদ থানার এএসআই মো. মিজান ও এএসআই মো. শরীফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার রাজাবাড়ি বিন্না এলাকা থেকে তাকে আটক করে। নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম তারিকুল ইসলাম জানান তসলিম মাদকের মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী । তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। সে এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।