পিরোজপুরের জাতীয় পার্টিকে শক্তিশালী করাই আমার লক্ষ-নজরুল ইসলাম

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের জাতীয় পার্টির সোনালী দিনের রাজনৈতিক অবস্থানকে ফিরিয়ে এনে শক্তিশালী জাতীয় পার্টি গঠন করাই আমার প্রথম লক্ষ বলে ঘোষনা দিয়েছেন পিরোজপুর-১ আসনে মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাসী আলহাজ্ব মো. নজরুল ইসলাম। পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায় একটি পথসভা ও নাজিরপুর উপজেলায় যুবসংহতীর কার্যালয় উদ্ভোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় তিনি আরও বলেন পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ আমার রাজনৈতিক অভিবাবক তিনি এবং পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার পিরোজপুর জেলার জাতীয় পার্টিকে শক্তিশালী কারার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। সে লক্ষে আমি এ জেলার প্রতিটি ইউনিয়ন পর্যায় পর্যন্ত জাতীয় পার্টির সকল নেতাকর্মিকে নিয়ে অতিদ্রুততম সময়ের মধ্যেই জাতীয় পার্টির সাংগঠনিক কর্মকান্ড শুরু করব। স্বরূপকাঠির জগন্নাথকাঠি বন্দরে পথসভার পরে তিনি নানা শ্রেনী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন। এসময় তার সাথে ছিলেন স্বরূপকাঠি উপজেলা জাতীয় পার্টির নেতা অধ্যাপক জুলফিকার শরীফ, মেজর সালাম (অবঃ), সাইফুল ইসলাম, মো. মনির হোসেন, যুব সংহতির সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম সহ দলীয় নেতাকর্মিরা। এর পরে তিনি প্রধান অতিথি হিসেবে নাজিরপুর উপজেলার ষ্টেডিয়াম সংলগ্ন উপজেলা যুবসংহতির কার্যালয় উদ্ভোধন করেন। উপজেলা যুবসংহতির সভাপতি হাওলাদার রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও আরও বক্তব্য রাখেন জেলা যুবসংহতির সভাপতি বশির আহম্মেদ, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক মো. তৌনিকুল হক, পিরোজপুর পৌরসভার জাপা সভাপতি এইচ এম ইউসুফ, যুবনেতা শহিদুল ইসলাম সোহেল ও এনায়েত হোসেন লীন প্রমুখ। এসময় বক্তারা বলেন পিরোজপুরের জাতীয়পার্টি এতদিন অভিবাবক শুন্য ছিল নজরুল ইসলামকে দিয়ে সেই শুন্যতা পূরন হল। তার নেতৃত্বে পিরোজপুরের জাতীয়পার্টি আবার নব উদ্যমে উজ্জিবিত হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাজিরপুর উপজেলা যুবসংহতির সাধারণ সম্পাদক এম আল আমিন খান।